প্রকাশিত: Thu, Feb 1, 2024 11:37 AM
আপডেট: Wed, Apr 30, 2025 12:28 AM

[১]দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে টিআই’র প্রতিবেদন অস্পষ্ট: দুদক সচিব

মাসুদ আলম: [২] দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো: মাহবুব হোসেন বলেন, বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দুর্নীতি ধারণাসূচক (সিপিআই) প্রণয়নে কী কী প্রক্রিয়ায় কার্যক্রম সম্পন্ন করেছে সেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। অর্থাৎ প্রতিবেদনের প্রক্রিয়াগুলো ধোঁয়াশাপূর্ণ। তাই ধারণাসূচকের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মন্তব্য করার কোনো অবকাশ নেই। 

[৩] বুধবার দুদক কার্যালয়ে সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

[৪] তিনি আরও বলেন, দুদকের কাছে কোনো তথ্যও চায়নি। তাদের সব কিছুতেই ধোঁয়াশা, কোথা থেকে কতটুকু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তা পরিষ্কার না। কোন কোন বিষয়ের ওপরে কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে, যেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। 

[৫] তিনি আরও বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের সিপিআই নির্ধারণের জন্য মোট ৮টি জরিপ নির্ধারিত হয়েছে। তার কোন কোনো বিষয়ে জরিপ করেছে এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

[৬] টিআইবির প্রসঙ্গে প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন টিআইবির প্রতিপক্ষ না। দুদক একটি স্বাধীন সংস্থা আইন মোতাবেক কাজ করে। টিআইবি একটি বেসরকারি প্রতিষ্ঠান, তার একটি পারসেপশন প্রকাশ করেছে। সেটি তারা করতেই পারে। এছাড়া টিআই জার্মানভিত্তিক একটি বেসরকারি সংস্থা। তারা গোটা বিশ্ব নিয়ে কাজ করে। তারা তাদের ধারণা প্রকাশ করেছে। কীসের ভিত্তিতে করেছে তাও তারা বলেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা অস্পষ্ট। সম্পাদনা: সালেহ্ বিপ্লব